রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
একটি খেজুর গাছকে ঘিরে ১৬ জন সন্ন্যাসী গাছের নিচে নিত্য করছেন। বেদ মন্ত্র পাঠ, শঙ্খের ধ্বনি, ঢাক-ঢোল ও বিভিন্ন বাচনার শুরে মেতে উঠেছে তারা। কয়েক-শ-মানুষ অপলক তাকিয়ে কাঁটাযুক্ত খেজুরগাছের দিকে। আর সন্ন্যাসীদের দলনেতা নতুন একটি গামছা কোমরে জড়িয়ে খালি পায়ে উঠে গেছেন খেজুরগাছের মাথায়। সেখানে উঠে শুরু করেছেন নৃত্য। গাছের মাথায় দাঁড়িয়ে সন্ন্যাসী খেজুর ফল ছুড়ে দিচ্ছেন অগনিত ভক্ত-দর্শকের দিকে। খেজুরের কচি ফল ‘ভোগ’ হিসেবে পেয়ে আত্মহারা সনাতন ধর্মাবলম্বীরা। চৈত্র সংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ‘খেজুর ভাঙা সন্ন্যাসী উৎসব’ নামে পরিচিত। রোববার (১৩ এপ্রিল) বিকেলে এমন দৃশ্য দেখা গেল নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে।
খেজুর ভাঙা সন্ন্যাসী উৎসবে অংশ নেওয়া পিষুস বিশ্বাস বলেন, খেজুর সন্ন্যাসীতে অংশ নেওয়ার জন্য আমি চৈত্র মাস ধরে নিরামিষ ভজন করেছি। মাসের শেষ সপ্তাহে পাট স্নান করিয়ে এক সপ্তাহ গ্রামে গ্রামে নেচে গেয়ে ঘুরেছি। প্রতিদিন রাতে ফল খেয়ে রাতের উপবাস ভেঙেছি। আজ প্রভু সিবের নামে খেজুর গাছ তলায় পূজা দিয়ে ধুপবান শেষে খেজুর গাছ থেকে খেজুর আহরণ করব। এই খেজুর দিয়ে আগামীকাল নীল পূজা করা হবে।
Leave a Reply