রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের রুপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার, লিখিত বক্তব্যে বলা হয়- ২১ বছর ধরে তারা হকার্স মার্কেটের ব্যবসা করে আসছে। নড়াইল শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। তখণ ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সরিয়ে নেন। তৎকালীন জেলা প্রশাসকের নিকট পুণঃ বাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে রাস্তার পার্শ্বে হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট জায়গায় ক্ষতিগ্রস্থ দোকানীদের পুণঃ বাসন করবেন বলে আশ^াষ দিয়েছিলেন। কিন্তু একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে মিথ্যা ও ভিত্তীহীন তথ্য দিয়ে হকার্স ব্যবসায়ীদের উচ্ছেদের পায়তারা করছে। সেহেতু সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়।
Leave a Reply