1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃহত্তর ফটিকছড়ি ভিত্তিক সামাজিক ও মানবিক কল্যাণ সংগঠন পাচারকালে ৬ জন পাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক! ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি কে বিদেশীদের হাতে হস্তান্তর করা হলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে মাইজভাণ্ডারী দর্শন জাতী, ধর্ম, বর্ন নির্বিশেষে শান্তির পথে আহ্বান উগ্রবাদ নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শনে রয়েছে যুগান্তকারী সমাধান সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে২ জন গ্রেফতার টঙ্গীতে ছাত্র হত্যা চেষ্টার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রানা গ্রেপ্তার দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী চরণদ্বীপ দরবার শরীফে মিলাদ ও সেমা মাহফিল আগামীকাল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপির যুগান্তকারী কর্মসূচি- ইয়াসিন আলী

সড়ক দুর্ঘটনায় আহত ভর্তিচ্ছু শিক্ষার্থী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি :

 

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী হামজালাকে দেখতে গেলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেলে তিনি আহত হামজালাকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং হামজালার দ্রুত সুস্থতা কামনা করেন।

 এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস কে সাদেক আলী, হাসপাতালের পরিচালক, আইসিইউ, অর্থোপেডিক এবং নিউরো বিভাগের প্রধানসহ অন্যান্য কর্তব্যরত চিকিৎসকগণ আইসিইউতে চিকিৎসারত শিক্ষার্থীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। ভিসি চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় ভিসি ও ট্রেজারার, শিক্ষার্থীর চাচা এবং ভাইয়ের সাথে চিকিৎসা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়। সব শেষে ভিসি হামজালা’র নিকট আত্মীয় এবং শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহবান জানান। এছাড়া তিনি সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, হাবিপ্রবি’র ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ‘এ’ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. হামজালা সরকার গত ৫ মে ২০২৫ সন্ধ্যায় পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি