বিএম আজাহার উদ্দিন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে স্থানীয় জনগণের যাতায়াতের রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পূর্বে এনায়েতনগর ইউনিয়নের চর আলীপুরের ৪ নং ওয়ার্ডে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র থেকে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যদের নিয়ে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী এলাকার জনগণের চলাচলের রাস্তার উপর দোকানের ছাউনি তৈরি করে ব্যবসা করে আসছেন, এতে করে সাধারণ মানুষের যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে মালামাল পরিবহনের অসুবিধা হয়ে আসছিলো। তাই স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এতে করে ওই এলাকার জনগণ সন্তুষ্টি প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন বলেন, যারা সরকারি জায়গা দখল করে জনগণের সমস্যা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply