1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...www.dainikgonotontro.com .....সারা দেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে...
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল সাংগঠনিক সংলাপের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শনিবার দিনাজপুর ইনস্টিটিউট এর ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির আত্মপ্রকাশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত শার্শায় গৃহবধূকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দিনাজপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ দিনাজপুরে গণ মাধ্যমকর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পরিবারের হয়রানি থেকে রক্ষা পেতে ও স্বামীর পরিবারকে হুমকির প্রতিবাদে জান্নাত ফাতেমার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামে আজ ১৭ জুলাই বিকাল চারটায় নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলন করে পরিবারের হয়রানি বন্ধ ও স্বামীর পরিবারকে হুমকি দেয়ার প্রতিবাদ জানান গৃহবধূ জান্নাত ফাতেমা।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জান্নাত ফাতেমা স্ব-ইচ্ছায় কঠিন এক পরিস্থিতিতে আজকের সাংবাদিক সম্মেলনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়ে সহযোগিতা কামনা করছি। আপনাদের এই সহযোগিতা আমাকে বেঁচে থাকার সহযোগি হবে এবং একই সাথে আপনাদের সহযোগিতা আমার, আমার স্বামীর ও আমার শ্বশুড় পরিবারের মানসম্মান রক্ষায় কাজ হবে।

 

লিখিত বক্তব্যে জান্নাত ফাতেমা বলেন, গত ২৩ জুন. আমার পূর্বের পরিচিত মো. সাইদুর রহমানের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রেম ও ভালবাসা ছিল। আমরা একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। একে অপরের সাথে দীর্ঘদিনের সু-সম্পর্ক এবং দুইজনের সিদ্ধান্তে ইসলাম ধর্মের রীতি নীতি অনুসারে ও শরীয়তের বিধান অনুযায়ী ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দেনমোহর ধার্য করে আমি আমার স্বামী মো. সাইদুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার স্বামী মো. সাইদুর রহমানের সাথে আমার প্রেমের সম্পর্কের কথা আমার বাবা-মা জানতে পেরে, আমাকে একাধিকবার মারধর করেছে এবং আমাদের সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন সময় নানাভাবে চাপ দেয়। এমনকি আমাকে জোর করে অন্যত্র বিবাহ দিতে চেষ্টা করে। অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা করলে  আমি বাধ্য হয়ে আমার স্বামী মো. সাইদুর রহমানকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে আসি এবং ভাড়া বাসায় এক সাথে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছি। আসার পর থেকে আমরা স্বামী-স্ত্রী হিসেবে বেশ ভালো আছি এবং সুখে শান্তিতে দিন অতিবাহিত করছি।

তিনি আরও বলেন, কারও কোন প্ররোচনা ব্যতীত সুখে শান্তিতে আমরা উভয়ে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করছি। আমার পরিবারে থেকে আসার সময় আমি কোন নগদ টাকা পয়সা বা স্বর্ণ অলংকার কিছুই সাথে আনিনি কিংবা চুরি করে আনিনি। আমি শুধুমাত্র গায়ের পরিধান করা পোশাক পড়ে আমার স্বামী মো. সাইদুর রহমানের হাত ধরে চলে আসি। কেউ যদি বলে কোন কিছু নিয়ে এসেছি তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা।

 

জান্নাত ফাতেমা বলেন, আমি,  আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে শুধু আমি, আমার স্বামী ও আমার স্বামীর পরিবারকে হয়রানি ও হেয় করার অপপ্রয়াস মাত্র।

 

তিনি আরও বলেন, বর্তমানে আমি দশ মেয়ের মতো জীবন-যাপন ও সংসার করতে চাই। আমার পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়িকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এমনকি মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

গৃহবধূ জান্নাত ফাতেমা বলেন,

আমি, আমার স্বামী ও আমার স্বামীর পরিবার এখন চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন স্বাভাবিক  দিনযাপন করা আমাদের জন্য অর্থাৎ আমি ও আমার স্বামীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আগামীকাল বেঁচে নাও থাকতে পারি। আমাকে ও আমার স্বামীর পরিবারকে বাঁচার জন্য সরকারের কাছে নিরাপত্তা চাই।

 

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন গৃহবধূ জান্নাত ফাতেমার স্বামী মো : সাইদুর রহমান, শ্বশুর মো : মাসুদ রানা, এম নুরুল হুদা চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি