দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এ সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কোয়েলের মা হওয়ার খবরটি চারদিক ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার তারকারাও।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রযোজক ও নির্মাতা স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন কোয়েল।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব শিগগিরই কবীর বড় ভাই হতে চলেছে। এই সময়ে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন। সঙ্গে লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন।
Leave a Reply