খালিদ বিন শওকত, কুষ্টিয়াঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান (আওয়ামীলীগপন্থী) এর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বয়কট করে এবং তার পদত্যাগের দাবিতে মিছিল বের করে ইবির মেইন গেট বন্ধ করে দেয়। শিক্ষার্থী তাহারাত, ( শিক্ষাবর্ষ ২০১৯-২০, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) অভিযোগ করেন যে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ এবং তার পরিহিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে উক্ত বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন করে। অদ্য সোমবার ১৪.৩০ ঘটিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ ইয়াকুব আলী সাহেব শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে প্রধান গেট খুলে দেয়। অতঃপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে ১৫.০০ ঘটিকা হতে ১৬.০০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মহোদয়ের সাথে সাক্ষাৎ করে অভিযোগগুলি তুলে ধরেন। মাননীয় ভিসি মহোদয় তাদের অভিযোগগুলো শুনে বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট। উপস্থিতি অনুঃ ৫০/৬০ জন সাধারণ শিক্ষার্থী।
১৪.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় হতে কোন যানবাহন বের হতে না পারায় শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়।
Leave a Reply