মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইল শহরের মধ্য দিয়ে ফোরলেন কাজ বাস্তবায়নের জন্য সড়কের দুই পাশে থাকা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় আবার শুরু হয়েছে। (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পযন্ত নড়াইল-যশোর সড়কে শহরের রূপগঞ্জ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
নড়াইল সড়ক ও জনপদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। অভিযানে নড়াইল সদর পৌরসভার ৩টিসহ ৪টি মার্কেটের দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর শহরের ভওয়াখালী এলাকায় ৩টি পাকা স্থাপনা, কয়েকটি বাউন্ডারি ওয়াল, ১২টি টিনসেড দোকান এবং ৩০টির মতো ফুটপাতের কাঁচা অস্থায়ী ঘর উচ্ছেদ করা হয়। নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানান, ‘জাতীয় মহাসড়কের অংশ হিসেবে শহরতলি মালিবাগ থেকে নড়াইল শহরের ভেতর দিয়ে সীতারামপুর পর্যন্ত ৫.৫০ কিঃ মিঃ নড়াইল শহরাংশের সড়ক প্রশ^স্তকরণ ও ৪ লেনে উন্নীতকরণ” শীর্ষক উন্নয়ন প্রকল্পের কাজ ২০২২ সাল থেকে শুরু হয়েছে। এজন্য সড়কের জায়গা থেকে দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশ^স্তকরণের কাজ এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বিভিন্ন সময়ে নোটিশ ও মাইকিং করা হয়। নির্দেশ অমান্য করে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় এ অভিযান শুরু হয়েছে। কয়েকটি মার্কেটের আদালতে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি হলে বাকিগুলো উচ্ছেদ করা হবে। এ পর্যন্ত প্রায় ৬০ ভাগ উচ্ছেদ কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য,১৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক বিভাগের পক্ষে কাজটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৫ সালের জুন মাস নাগাদ কাজটি সম্পন্ন হবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply