রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির প্রতিবাদে রূপগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইছাখালী সেতুর নিচে বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টা থেকে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ঢাকডোল পিটিয়ে সমাবেশস্থলে আসেন। সভায় বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামীলীগ দেশে দুঃশাসন কায়েম করেছে। দেশে লুটপাট করেছে। দেশের মানুষ এর সমুচিত জবাব দিয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহাম্মেদ। সভায় সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ থানার সাবেক ছাত্রদল নেতা শহীদুল্লাহ গাজী। সার্বিক তত্বাবধানে ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া ও আবু বক্কর সিদ্দিক।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বখতিয়ার উদ্দিন আহাম্মেদ, আবদুল্লাহ আল মামুন, ফরিদ আহাম্মেদ, আক্তার হোসেন, তারেক মিয়া, আনোয়ার হোসেন মোল্লা, শরিফ প্রমুখ।
তাং ২৬/১০/২০২৪ ইং
Leave a Reply