মো: রাসেল শেখ নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে ১৫ জন (নড়াইল সদর-০২, লোহাগড়া-০২, নড়াগাতী-১১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (নড়াইল সদর), নাশকতা মামলায় গ্রেফতার ০২ জন (লোহাগড়া-০১, নড়াগাতি-০১), প্রতারনা মামলায় গ্রেফতার ০২ জন (নড়াইল সদর) মোট ২৫ জন আসামি গ্রেফতার করে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।
Leave a Reply