সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ নভেম্বর) সকাল ১০ টায় গভ. মডেল গার্লস হাই স্কুলের মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাইমা ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শামসুজ্জামান কানন, চিনাইর আঞ্জুমান আরা কলেজের অধ্যাপক মহিবুর রহিম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল প্রমুখ। সাংবাদিক শাহাদাত হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৌর শহরের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভাদুঘর মাহবুবুল হুদা পৌর উচ্চ বিদ্যালয়সমূহ বিতর্কে অংশ গ্রহণ করেছেন। পরে অংশ গ্রহণকারী দলগুলোর মাঝে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও গভ. মডেল গার্লস হাই স্কুল ফাইনালে উন্নীত হয়েছে। আগামী ১৭ নভেম্বর (রবিবার) দুটি দলের মাঝে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে পথচলা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। সংগঠনটি চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিয়ে থাকে
Leave a Reply