1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর পৃথক উপজেলায় সড়কের ৩ জনের মৃত্যু হয়েছে বেনাপোলে আমদনি-রপ্তানি ও পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল লামায় বোরো ধানের বীজ পেল ১ হাজার ১৫০ কৃষক গোবিন্দগঞ্জে কিনু হত্যা কারীর ফাঁসি,জরিতদের আটকের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। যশোরের বেনাপোল মুক্ত দিবস আজ রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা আদিবাসী ছাত্র পরিষদের সাথে নবনিযুক্ত পরিচালক এর সাথে শুভেচ্ছা বিনিময় গোপালগঞ্জের জায়গা জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নিয়ন্ত্রণে সেনাবাহিনী–র‍্যাব ও পুলিশ

পটিয়ার বর্তমান সময়ের শ্রেষ্ঠ সংগঠক, জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছারের কর্মজীবন

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পাঠ করা হয়েছে

সংগঠক মানে সংগঠনের নেতা। আর নেতা মানে অনেক মানুষের সমর্থন পাওয়া। স্থান, কাল, পাত্রভেদে যেকোনো মানুষের মন জয় করা ভীষণ কঠিন কাজ। নেতা মানে সাধারণ মানুষ নন, মানুষদের প্রিয়পাত্র। দিকনির্দেশনা দেওয়ার পাত্র। একজন সাধারণ মানুষের ব্যক্তিত্ব যখন অগণিত মানুষকে মুগ্ধ করে, সেই মানুষটি অন্যদের কাছে অভিভাবক বা আদর্শ হয়ে ওঠেন, সেই মানুষটি তখনই স্থান পান সবার মনে। কর্মগুণে একজন সাধারণ মানুষই হয়ে ওঠেন একজন মহান নেতা বা একজন পথপ্রদর্শক। একজন নেতা সাধারণ মানুষ থেকে অসাধারণ তখনই হয়ে ওঠেন, যখন তাঁর ব্যক্তিত্বে যুক্ত হয় অনেকগুলো গুণ। যেমন : একজন নেতার মধ্যে থাকতে হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। নেতৃত্ব দেওয়ার মতো মনোবল ও চিন্তাশক্তি থাকাটা ভীষণ জরুরি। একজন নেতাকে যেকোনো বৈরি পরিস্থিতিতে নেতৃত্ব দিতে জানতে হবে। পুরো সংগঠন বা গোষ্ঠী বা জাতি অভিভাবক মানে একজন নেতাকে, নেতৃত্বের বলিষ্ঠ গুণে একজন সাধারণ মানুষই হয়ে ওঠে অসাধারণ।সেই ১৯৯৫ সাল থেকে এই সব গুণাবলী পটিয়াতে শুধুমাত্র সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল সেক্রেটারি, পটিয়া পটিয়া উপজেলা ছাত্রদল সেক্রেটারি, কুসুমপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি, একেবারে তৃণমূল থেকে উঠে আসা কর্মীবাদ্ধব নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পটিয়ার ঐতিহ্যবাহী কুসুমপুরা ইউনিয়নের একাধিক বার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সাবেক কর্মবীর চেয়ারম্যান জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছার এই একমাত্র নেতা (আমার দীর্ঘ অভিজ্ঞতাও নিজের দৃষ্টিতে)যার মধ্যে রয়েছে এইসব গুণাবলী। যা নিন্দুকরা একবাক্যে স্বীকার করতে বাধ্য।এবং তার নীতি আদর্শ এর কাছে নতশির স্যালুট করতে বাধ্য।নিম্মে আমি একজন দক্ষ সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করলাম আলহাজ্ব রেজাউল করিম নেছারের সাথে মিলিয়ে দেখার দায়িত্ব আপনাদের।

হতে হবে সত্যবাদী ও ধৈর্যশীলঃ-
—————————————–
সমাজ বা জাতি কী ভাববে, এই চিন্তা মুছে ফেলে সত্যবাদী হতে হবে। মিথ্যার জয় ক্ষণস্থায়ী। সত্যের জয় চিরস্থায়ী। এই তীব্র সত্যকে বুকে ধারণ করেন একজন নেতা। সত্য বলার সঙ্গে থাকতে হবে বিপদে ধৈর্য ধারণের দৃঢ় মানসিক শক্তি। একজন বড়মাপের নেতা যেকোনো বিপদে মনোবল হারান না। তিনি পুরো এলাকার স্বপ্নদ্রষ্টা হয়ে থাকেন। আনন্দ-বেদনা সবকিছুর মধ্যে তিনি থাকেন তাঁর দায়িত্বে অটল।ইতিমধ্যে তারসাথে দীর্ঘ ত্রিশ বছরের সম্পর্কে আমি কখনোই আলহাজ্ব রেজাউল করিম নেছারকে মিথ্যর ছলচাতুরীর আশ্রয় নিতে দেখেনি এবং কঠিন বিপদেও বিচলিত ও ধৈর্য হারাতে দেখেনি।অথচ কর্মী সমর্থক বিপদে পেলে পালাতে দেখেছি অনেক নেতাকে।মোবাইল বন্ধ করে মিথ্যা অজুহাতে ঘরথেকে বাহির হয়নি কঠিন পরিস্থিতিতে এমন নেতাও দেখেছি।শুধু মাত্র রেজাউল করিম নেছারের মাঝে এমন হীনমন্যতা কখনোই দেখেননি কেউ।তাই তিনিইতো সংগঠক।

থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার মানসিক সাহস।
——————————–
আলহাজ্ব রেজাউল করিম নেছার একমাত্র ব্যক্তি যে গত ত্রিশ বছরে যেকোনো কঠিন পরিস্থিতিতে মনোবল চাঙ্গা রেখে খুবই কৌশলী হয়ে বিচক্ষণতার সাথে কর্মী সমর্থকদের নিরাপদ রেখে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত দিয়ে নেতাকর্মীদের নিরাপদ রাখতে। তাই তিনিই এক জন দক্ষ সংগঠকের উপাধি পাওয়ার অধিকার রাখেন,
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোন সিদ্ধান্তটি জনগণ বা অনুসারীদের জন্য নিরাপদ, সেই চিন্তাটিও মাথায় রাখাটা যথেষ্ট জরুরি সেটা একমাত্র রেজাউল করিম নেছারেই উপলব্ধি করতে পারে আগেভাগে।

চাই বন্ধুত্বপূর্ণ ইতিবাচক ভঙ্গি:-
—————————
জীবনে কষ্ট থাকবেই। ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে চলতে হবে। জয়লাভের জন্য চাই জীবন সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা, সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতাকে হতে হবে সৃজনশীল ও সুশিক্ষিত। মানুষকে মন্ত্রমুগ্ধ করার অতুলনীয় ক্ষমতা থাকে একজন নেতার মস্তিষ্কে।শুধুমাত্র রেজাউল করিম নেছার একমাত্র নেতা নিজে শতো দুঃখ কষ্ট মান অভিমান টেনশন যন্ত্রণা বুকে চেয়ে রেখেও নেতাকর্মীর সাথে সবসময় হাসিমুখে কথাবার্তা বলতে এবং বন্ধুত্বসুলভ আচরণ করতে।আর অন্যনেতারা কথায় কথায় নেতাকর্মীর সাথে চাকরের মতো অশোভন আচরণ করতে দেখেছি বহুবার। তাই নেছার বর্তমান সময়ের সেরা সংগঠক।

দরকার অফুরন্ত সাহস:-
——————————-
নেতা হওয়ার জন্য প্রয়োজন বৈরী পরিস্থিতিতে অফুরন্ত সাহস। মানসিক শক্তি থাকতে হবে খুব বেশি একজন শ্রেষ্ঠ সংগঠক বা নেতার। একজন মহৎ নেতার উদ্দেশ্য থাকে দলের একজনকে খুশি করা নয়, পুরো টীমকে খুশিকরে মঙ্গলসাধনই হলো একজন মহান নেতার উদ্দেশ্য। একজন দক্ষ নেতাকে হতে হবে দূরদৃষ্টিসম্পন্ন। তিনি হন দূরদৃষ্টিসম্পন্ন। জনগণের ভালো-মন্দ তিনি সবার আগে বোঝেন বা গুরুত্ব দেন।আমারা যখন রাজপথে থেকে সক্রিয় রাজনীতি করতাম তখন সেরকম শতো শতো ঘটনার স্বাক্ষী, বৈরী পরিস্থিতি দেখে সবায় কৌশলে পালিয়ে গেলেও আলহাজ্ব রেজাউল করিম নেছার নিজে একাই ঠায় দাঁড়িয়ে ছিলো সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে।তাই তিনি একজন শ্রেষ্ঠ সংগঠক। তিনি সুবিধাবাদী সুযোগ সন্ধানী নয়।

হতে হবে স্বপ্নদ্রষ্টা:-
———————
বিপদ যেকোনো মানুষের জীবন বা সংগঠনের জন্য অপরিহার্য। তাই বলে মন ভেঙে ফেললে চলবে না। একজন নেতা হচ্ছেন স্বপ্নদ্রষ্টা। তিনি দুঃখের মধ্যেও মনোবল হারান না। পুরো সংগঠনকে উৎসাহিত করেন সামনে এগিয়ে যাওয়ার জন্য।সেই হিসাবে আমরা দেখেছি রেজাউল করিম নেছার সামনে শতো বিপদ নিশ্চিত দেখলেও কখনোই কাউকে বুঝতে দেননি সামনে মহাবিপদ। কিন্তু বিপদের কথা বললে নেতাকর্মী দের মনোবল দুর্বল হবে বিধায়, সেই নিজেই ঠাণ্ডা মাথায় সাহসিকতার সাথে মোকাবিলা করে সফলতার দিকে এগিয়ে নিয়েছেন দলকে এবং নেতাকর্মীদের বিজয়ীরবেশে।তাই নেছার শ্রেষ্ঠ সংগঠক।

প্রয়োজন চারিত্রিক গভীরতা:-
————————————
চারিত্রিক গভীরতা ও দৃঢ়তা থাকাটা ভীষণ জরুরি। একজন নেতার এমন কিছু করা উচিত নয়, যা অন্যের জন্য হবে হাস্যকর। কারণ, দলের প্রধান নেতাকে সবাই অনুকরণ করে। তাই দলনেতাকে হওয়া উচিত দলের আদর্শ। যাকে অনুসরণ করে একজন মানুষ হবে অনুপ্রাণিত। তার চরিত্র দেখে তিনি হবেন নেতা হিসেবে সারা টীমে ব্যাপক সম্মানিত।

ভেদাভেদপূর্ণ অভ্যন্তরীণ সম্পর্ক:-
————————————
একজন বড়মাপের নেতার মনে অহমিকা থাকাটা উচিত নয়। তাঁকে স্মরণ রাখতে হবে যে ভেদাভেদপূর্ণজ্ঞান দলের মধ্যে ফাটল ধরায়। অভ্যন্তরীণ সম্পর্ক ভালো হওয়ার জন্য দলের বা সংগঠনের সবার মধ্যে সুন্দর সম্পর্ক থাকাটা জরুরি। একজন নেতা তাঁর সংগঠনকে শ্রেষ্ঠ বানানোর জন্য সংগঠনের সবার মতামতের সমষ্টিকে প্রাধান্য দেন। শুধু নিজের মতামতকে শ্রেষ্ঠ বলে সবার ওপরে চাপিয়ে দেন না। সংগঠন মানেই একেকজনের মতামত একেক রকম হবে। কারও সঙ্গে কারওটা নাও মিলতে পারে। যেটা সংগঠনের জন্য ভালো, সেটাই গ্রহণ করতে হবে।দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব রেজাউল করিম নেছার এই নীতিতে চলতে গিয়ে অনেক আলোচিত সমালোচিত হয়েছেন।তার সে কখনোই অহমিকা দাম্ভিকতা দেখিয়ে নেতা হিসাবে নিজের মতামতকে কর্মী সমর্থকে কখনোই চাপিয়ে দিতে দেখিনি। সম্পর্ক গণতান্ত্রিক মনোভাব নিয়েই চলাফেরা সিদ্ধান্তেই বিশ্বাস করেন।
পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা আবশ্যক:-
——————————————
নিজের দেহের প্রতি যতœশীল হওয়া মানে নিজেকে শ্রদ্ধা করা। একজন মানুষ সুস্থ না হলে কোনো কাজই তার ভালো লাগবে না। প্রকৃত নেতারা অসৎ সঙ্গ, নেশা, মাদক থেকে থাকেন হাজার মাইল দূরে। কারণ, একটি সংগঠনকে চালানোর জন্য নিজেক হতে হবে সুস্থ-সবল। পৃথিবীর বিখ্যাত নেতাদের জীবনী পর্যালোচনা করে দেখা যায়, তাঁরা ছিলেন শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সবল। সমাজের অসংগতিগুলো তাঁদের দুর্বল করতে পারেনি বলেই তাঁরা সাধারণ মানুষ থেকেও জয় করেছেন মানুষের হƒদয়। নিজের কর্মগুণে স্থায়ী হয়েছেন ইতিহাসের স্বর্ণালি পৃষ্ঠায়।ঠিক তেমনি দীর্ঘ রাজনৈতিক জীবনে রেজাউল করিম নেছারকে কোন অনৈতিক কাজকর্মে,কারো কাছে অনৈতিক আবদার করতে দেখেনি,শুনেনি।বরং সারাজীবন সে অসৎপথ অসৎসঙ্গ অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সদাসর্বদা সোচ্চার ভূমিকা পালন করতে দেখেছি। এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদর্শ। তাই তিনি দক্ষ সংগঠক।

চাই আত্মবিশ্বাস:-
———————
একজন নেতাকে হতে হবে যথেষ্ট আÍবিশ্বাসী। তাঁকে হতে হবে তাঁর কাজের প্রতি সৎ। সেই সিদ্ধান্ত তিনি নেবেন তা যেন পুরো সংগঠনের জন্য হয় মঙ্গলজনক। সেটা তাঁকে খেয়াল রাখতে হবে। দৃঢ় আÍবিশ্বাস থাকলে মানুষ বিপদের দিনেও মনোবল হারান না। অন্য মানুষকে মন্ত্রমুগ্ধ করতে সমর্থ হন। একজন সফল নেতার কাজের ব্যাখ্যা তাঁর কাছে থাকে। তাই তাঁর অনুসারীরাও হয়ে ওঠে তাঁর মতো পরিশ্রমী। সবার মধ্যে ভালো সম্পর্ক আর আÍবিশ্বাস থাকলে বিপদের দিনেও কর্মীরা হয়ে উঠবে কর্মতৎপর। সংগঠন এগিয়ে যাবে সামনের দিকে।সেই হিসাবে আলহাজ্ব রেজাউল করিম নেছারের ভুমিকা ছিলো সবসময় প্রশংসনীয়। সে কখনোই কারো মুখাপেক্ষী হতে পছন্দ করেনি করেওনা সে সবসময় আত্নবিশ্বাসী ধীরচিত্তে চলা সাহসী একজন সংগঠক।

থাকতে হবে জবাবদিহির পর্ব:-
——————-
একজন নেতাকে সব সময় তার অনুসারীদের সামনে জবাবদিহি করতে হবে। মিটিংয়ের মাধ্যমে সংগঠনের ভালো-মন্দগুলোকে সবার সঙ্গে পর্যালোচনা করতে হবে। পাছে লোকে কিছু বলে, এই চিন্তা বাদ দিয়ে কীভাবে কর্মী বা অনুসারীদের আরও উন্নত করা যায়, এই চিন্তাই মুখ্য হওয়া উচিত একজন নেতার। নেতা নিজেও তাঁর কৃতকর্মের জবাবদিহি করলে সবার মধ্যে পরিষ্কার হয়ে যায় কাজের ব্যাখ্যা-বিশ্লেষণ। এতে মনোমালিন্যের অবসান হবে। বড়-ছোট ভুল-ত্রুটিগুলো সব দূর হয়ে থাকে। তাই নিয়মিত বসে কাজের বা পরস্পরের প্রতি দায়িত্বের ব্যাখ্যা-বিশ্লেষণটা করেন আলহাজ্ব রেজাউল করিম নেছার। সেও যেহেতু মানুষ মানুষ হিসাবে দল সংগঠন চালাতে গেলে ভুলত্রুটি হওয়াটা স্বাভাবিক। কিন্তু নেছার নিজের ভুলত্রুটি কোন ক্রমে হয়ে গেলে এটা নিয়ে লুকোচুরি না করে অপকটে সরাসরি ভুল স্বীকার করেই নেন।যেগুণটি সাধারণত সকল মানুষের থাকেনা। তাইতো তিনি সেরা সংগঠক।

সঠিকভাবে কাজ বিতরণ:-
———————————
কাজের চাপে নেতাকে উদাসীন হলে চলবে না। খেয়াল রাখতে হবে, শুধু একজনকে দিয়েই যেন বারবার কঠিন কাজটা করানো না হয়। দায়িত্ব সবার মধ্যেই যেন সঠিকভাবে বণ্টন করা হয়। আবার, এটাও খেয়াল রাখতে হবে, সংগঠনে সবার কাজের ক্ষমতা সমান নয়। পরিবেশ, স্থান, কাল, পাত্র ভেদে কাজের সুষ্ঠু বণ্টন হওয়াটা ভীষণ জরুরি।এই গুরুত্বপূর্ণ কাজটি রেজাউল করিম নেছার সবসময় সাবধানতার সাথে,সতর্কতার সাথে করতে দেখেছি। যে যে কাজের যতোটুকু যোগ্যও অভিজ্ঞ থাকে সেই দায়িত্বই দিয়ে এসেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে। তাই তিনি আজ পটিয়ার সেরা সংগঠকের আসনে।

হাস্যরসবোধ:-
—————-
শুধু কাজের বোঝা নিলেই চলবে না। জীবনটাকে উপভোগ করার জন্য সংগঠনের মধ্যে আনন্দ আড্ডা বা অনুষ্ঠান, বিনোদনের আয়োজনটাও থাকা দরকার। তা না হলে জীবন হয়ে উঠবে শুধুই কাজের বোঝা। গুরুগম্ভীরতায় মানুষ হারিয়ে ফেলবে কাজের স্পৃহা। মনে রাখবেন, আনন্দ আয়োজনটা কাজে ফাঁকি দেওয়ার জন্য নয়, কাজে উৎসাহ ফিরিয়ে আনার জন্য রেজাউল করিম নেছার সবকাজে সবসময় প্রাণচাঞ্চল্য মনোভাব দেখানোর প্রয়োজনীতা অনুভব করে এসেছে দীর্ঘ ও বর্ণাট্য রাজনৈতিক জীবনে।

স্বার্থহীনতা:-
—————
একজন নেতাকে শুধু নিজের স্বার্থচিন্তা করলে চলবে না। একজন মহান নেতা থাকেন স্বার্থের অনেক ঊর্ধ্বে। তাঁকে খেয়াল রাখতে হবে, তাঁর নেতৃত্বে পরিচালিত হয় একটি সংগঠন, যে সংগঠনে রয়েছে অনেক অনুসারী, অনেক কর্মী। তাই শুধু নিজের স্বার্থ বা ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করলে চলবে না। একজন নেতার কাজকর্ম, উদ্দেশ্য ও স্বপ্ন হতে হবে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে তা হতে হবে পুরো সংগঠন বা জাতির জন্য।আর এই নেতা জীবনে কখনোই রাজনীতি থেকে নিজে ফায়দা লুটতে দেখেনি।ছাত্রদলের জীবন থেকে আজ পর্যন্ত সারাজীবন সে রাজীনিতে নিজের অর্থবিত্ত বিলিয়ে দিয়েছে নিঃস্বার্থে।

ভালো কাজের স্বীকৃতি:-
———————
কর্মীদের সমালোচনা করতে হবে তাদের আঘাত না দিয়ে। যেন সংগঠনের কারও মনে ক্ষোভ না জন্মে। দীর্ঘদিনের দুঃখ-ক্ষোভ থেকেই তৈরি হয় বড় বড় অভ্যন্তরীণ সমস্যা। তাই সংগঠনের কর্মীদের মধ্যে সম্পর্ক ভালো রাখাটা ভীষণ দরকারি। কোনো কর্মীর ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা উচিত। এতে ভালো কাজের প্রতি মনোযোগ বাড়বে। একজন সফল নেতার বৈশিষ্ট্য হলো সফল কর্মী ও সফল সংগঠন তৈরি করা। একজন সফল সংগঠক বা নেতা এক দিনে তৈরি হয় না। দীর্ঘ বছরের শ্রম আর সাধনাতে সাধারণ একজন মানুষ বড় একজন নেতা হয়ে ওঠেন। দূরদৃষ্টিসম্পন্ন, দৃঢ় হবেন মস্তিষ্কের অধিকারী যে মানুষটির রয়েছে ব্যবস্থাপনায় তীক্ষè জ্ঞান, তিনিই হবেন সফল নেতা, শ্রেষ্ঠ সংগঠক।
এখন জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছারের ব্যাপারে এবং অন্যনেতাদের সাথে মিলিয়ে দেখে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের।
মোঃ হাসানুর জামান বাবু।
মিডিয়া কর্মী,ক্রীড়া সংগঠক।
তারিখ- ১৭নভেম্বর-২৪,সোমবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কক্সবাজারে পৃথক অভিযানে আটক ৭, এলজি ও গুলি উদ্ধার কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে গত এক সপ্তাহে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধারসহ ৩০ জনের বেশি অপরাধীদের আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) ও মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশ ও কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুটি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও বিদেশি ছুরিসহ সাতজনকে আটক করা হয়েছে। কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরে টহলে বের হয়। এমন সময় খুরুশকুলের ছনখোলা বাজার রোড-সাম্পানঘাটের জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সম্মুখে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় উক্ত সিএনজি তল্লাশি করলে অস্ত্রের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি সিএনজিতে থাকা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে দেশীয় তৈরি দুটি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড মুহুরী পাড়ার বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দুর রহিম ইলিয়াস (৩৮), একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)। জানা গেছে, গ্রেপ্তার আসামিরা উপকূল দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র এনে শহরের বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে সরবরাহ করছিল। এদিকে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিদেশি ও দেশীয় তৈরি পাঁচটি ছুরিসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ধারালো টিপ ছুরি, ৪টি ধারালো ফোল্ডিং ছুরি ও ১টি ব্যাটারিচালিত টমটম অটোরিকশা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। আটক পাঁচ ছিনতাইকারী হলেন—সমিতি পাড়ার আলী হোসেনের ছেলে মো. সাহেদ হোসেন (১৮), একই এলাকার নুর নবীর ছেলে মো. রহিম (১৯), মোক্তার আহমদের ছেলে মো. রাকিব (১৯), চকরিয়া ঢেমুশিয়ার নুর নবীর ছেলে শহীদ হোসাইন (২৫) ও মহেশখালীর কুতুবজোম চরপাড়ার নবাব সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (১৬)। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি সম্প্রতি সময়ে যে সকল অস্ত্রবাজ ও ছিনতাইকারী গ্রেপ্তার হচ্ছে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হচ্ছে। যেন তাদের কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো অপরাধী সিন্ডিকেট আইনের আওতায় আনা যায়।

© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি