প্রতিনিধি: সাগর কুমার সিং
শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আদিবাসী পল্লী গুলোতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব পালন করা হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্যাপনের প্রথা রয়েছে।
এই নবান্ন উৎসব কেন্দ্র করে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ীগুলোর দেয়াল ও আঙ্গিনায় রঙিন আল্পনা নতুন ভাবে সজ্জিত করা হয়। এই দিনে ফসলি জমি থেকে নতুন ধান নিয়ে এসে ধান থেকে চাল বের করে ক্ষির সহ ভিন্ন ভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরি করা হয়। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন পুজার মাধ্যমে এই নবান্ন উৎসবটি পালন করে থাকে।
Leave a Reply