সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল শহরের ভাদুঘর গ্রামের ঢালী বাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।
জানা যায়, মঙ্গলবার বিকালে ভাদুঘর গ্রামের ঢালী বাড়ি এলাকার রেললাইনের ১০ নাম্বার ব্রিজের সামনে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানিয়েছেন
Leave a Reply