1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিঃ কোম্পানী পরিদর্শন করেন চাইনিস জুবাংহু রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভা শাখার উদ্যোগে কর্মী সন্মেলন। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা ও সদস্য জয়নুদ্দীন আহমদের মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উদেশ্যে শুভেচ্ছা স্মারক প্রদান রাউজান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্টিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার শিবপুরে আরাফাত রহমান কোকো ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই কিশোর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ জাতীয়তাবাদী ১নং বেলকুচি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জ পূর্বাচলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানের বক্তব্য রাখেন -শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ বার পাঠ করা হয়েছে

-মোঃ আবু কাওছার মিঠু

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপ‚র্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান সফল হবে-যদি আমরা গণতান্ত্রিক দেশে রুপান্তরিত করতে পারি। আমাদের শিক্ষা ও শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমুল্যায়ন করা হয়েছে। আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছে। 

 ৭ডিসেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাঁকজমক আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য  রাখেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহম্মেদ, উপচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সমাবর্তন মার্শাল, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মামুন মোল্লা, জনসংযোগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম, জনসংযোগ সহকারী কর্মকর্তা রোকসানা আফরোজ প্রমুখ। 

শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্ত প্রতিক‚লতা অতিক্রম করে আপনারা দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢতায় দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের। 

সকলের অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি আরো বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিম‚লক আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ’র) মিশনের মশাল বহনকারী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে দু’জন চ্যান্সেলর এবং আটজন ভাইস চ্যান্সেলরসহ ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।  

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি