শান্ত মিয়া শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথার্থ মর্যাদায় পালিত হয়েছে।
আজ সোমবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস সে উপলক্ষে ভোর থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে। সবাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা পরিষদ অডিটোরিয়ামের মধ্যে এবং সামনে জাজ়িরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলার আয়োজন করা হয়।
এসময় বিজয় মেলার উদ্বোধন করেন জাজিরা উপজেলার নির্বাহী অফিসার কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় আরও উপস্থিত ছিলেন সাদিয়া বিনতে সোলায়মান সহকারী কমিশনার (ভুমি), জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা স্টল নিয়ে বসে। কোন দপ্তরের কি কি কাজ তা সাধারণ মানুষের কাছে তুলে ধরে। জাজির উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও তার সহযোগী সংগঠন বিশাল বিজয় মিছিল এর আয়োজন করে সেখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
Leave a Reply