শান্ত মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর সকাল ৯ টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার, বিকে নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাইদুল সরদারের বড় ভাই,আফসের আলী সরদার এর ছেলে, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি (প্রার্থী)পরিচয়দানকারী, আবদুল আলী সরদার, র্যাব -৮ এর হাতে আনন্দ বাজার হতে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে।তার বিরুদ্ধে বাড্ডা ও বংশাল থানায় একাধিক হত্যা মামলা সহ জাজিরা থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
আবদুল আলী সরদার পিতা আফসের সরদার কতৃক ডাকাত জসিম সহ একাধিক সন্ত্রাসি বাহিনী পরিচালনার তথ্য শোনা যায়।তিনি সাবেক এমপি ইকবাল হোসেন অপুর আস্থ্যা ভাজন ছিলেন।সেই সাথে তার ছোট ভাই সাবেক চেয়ারম্যান সাইদুল সরদার ছিলেন, এমপি বিএম মোজাম্মেল ভুইয়ার আস্থ্যাভাজন।আর তিনিই ক্ষমতার অপব্যাবহার করে চেয়ারম্যান বানিয়েছেন এমন অভিযোগ শোনা যায়।যেহেতু এই দুই সাবেক এমপি তাদের পরিবারের আস্থ্য ভাজন ছিলেন, তাই তার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, বালু কাটা,ডাকাতি ইত্যাদি কাজ করাতেন বলেই গুঞ্জন।তার গ্রেফতারে এলাকায় আতংক বিরাজ করছে।তার সমর্থকরা তাকে কার সাহায্যে গ্রেফতার করানো হলো এই নিয়ে আতংক সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।
গ্রেফতারের পরে র্যাব -৮ তাকে আনুমানিক সকাল ১১:৩০ মিনিটে জাজিরা থানায় হস্তানতর করেন।পরে জাজিরা থানা পুলিশ
গত ১৫ ই আগস্ট লাভলি বেগমের বসতবাড়িতে হামলা করে, সন্ত্রাসী কার্যক্রম ও হতয়ার উদ্দেশ্যে কোপ দিয়ে লাভলি বেগমের গাল কেটে ফেলার ঘটনায়, ৩০-৮-২৪ তারিখে ফৌজদারী বিধানে ১৫৪ নং ধারার মামলায়,২নং আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করে।এছারাও নিজ এলাকার আরো একটি অসহায়ের করা লুট মামলায় জামিনে আছেন বলে অভিযোগ শোনা যায়।
এ বিষয়ে দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা জানায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply