মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর) :
বাংলাদেশের রংপুরের পীরগাছা উপজেলার হিজড়া সাগরিকার নামটি একটি আলোচিত নাম। তিনি হিজড়াদের উপজেলার সভাপতি। সাগরিকা যেমন হিজড়াদেরকে ভালোবাসেন তেমনিই পীরগাছা উপজেলার গরীব অসহায়দেরকে বুকে তুলে নিয়ে থাকেন প্রতিনিয়ত।
তিনি প্রতিবছরেই গরিব অসহায়দের মাঝে বিতরণ করেন শীত বস্ত্র কম্বল। শুধুতাই নয় এর পাশা-পাশি চাদর, ছোটদের বিভিন্ন ধরনের পোশাক, মেয়েদের জন্য থ্রি-পিস। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার পাঁচ শতাধিক গরিব এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করার উদ্দ্যেগ গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাগরিকা পর্যন্ত একশতটি কম্বল বিতরণ করেছেন। একই সাথে চলতি সপ্তাহে আরো দুই শতাধিক কম্বল বিতরণ তিনি করবেন। শীত বৃদ্ধি হওয়ার সাথে সাথে আরোও বাকি তিনশতাধিক কম্বল বিতরণ করবেন ।
সাগরিকা বলেন, আমি সবসময় অসহায়দেরকে ভালোবাসি। আমি ওদেরকে সহযোগিতা করতে চাই। প্রতিবছরেই আমি কম্বল বিতরণ করি। গরীব অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দেই। রোজার সময় ইফতার বিতরণ করি। কুরবানী ঈদে প্রতিবছরেই আমি পশু কুরবানী দেই। এই পশুর গোস্ত গরিব এবং অসহায়দের মাঝে বিলিয়ে দেই।
আমি কারোও উপর জুলুম করে টাকা আদায় করি না। আমার কর্মীদের রুজি রোজগারের জন্য মানুষের কাছে পাঠিয়ে দেই , মানুষ দয়া যা দেয়। তাই দিয়ে আমাদের জীবন চলে। তিনি এসময় সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, আমি যেন সারাজীবন অসহায় মানুষের মাঝে সমাজ সেবামূলক কাজ করার পাশা-পাশি পবিত্রময় হয়ে মহান আল্লাহর কাছে চলে যেতে পারি। সারাজীবন অশ্লীলতা এবং নগ্নতা থেকে দূরে থাকতে চাই।
Leave a Reply