1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিঃ কোম্পানী পরিদর্শন করেন চাইনিস জুবাংহু রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভা শাখার উদ্যোগে কর্মী সন্মেলন। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সভা ও সদস্য জয়নুদ্দীন আহমদের মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উদেশ্যে শুভেচ্ছা স্মারক প্রদান রাউজান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্টিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’তে সিইও হিসেবে যোগদান করবেন মো: আবদুস সাত্তার শিবপুরে আরাফাত রহমান কোকো ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই কিশোর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ বাংলাদেশ জাতীয়তাবাদী ১নং বেলকুচি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের মহান ১০ পৌষ খোশরোজ শরীফ, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ৯৬তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলির জীবনী শীর্ষক আলোচনা, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় গত ২৫ ডিসেম্বর বুধবার শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা – এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি ‘খ’ জোনের সমন্বয়ক মাষ্টার মুহাম্মদ দিদারুল আলম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক মুহাম্মদ রফিক, আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, ডাঃ পঞ্চানন দাশগুপ্ত, সৈয়দ শফিউল আজিম সুমন, নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ আব্দুল মান্নান, বারমাসিয়া খাজা গরীবে নেওয়াজ (রঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী, স্থানীয় বিভিন্ন স্কুল -মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী।
পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম।
আলোচনার অংশগ্রহণ করেন জ্যোতি ফোরামের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন তাওরাত, নির্বাহী সদস্য মুহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ” মানবের আত্মার সাখে পরম সত্বার সংযোগ ঘটানোর জন্য মাইজভাণ্ডারী দর্শণ তথা সপ্তকর্ম পদ্ধতি। যা মানব মুক্তির জন্য চিরন্তন, সহজবোধ্য ও অপরিহার্য পদ্ধতি। ”
বিশ্বঅলির জীবনী আলোচনায় বলেন,”বিশ্বঅলি শাহানশাহ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবা সকল জাগতিক সীমা ও সম্পর্কের উর্ধ্বে প্রাণ জগতে বিরাজমান।
বিশ্বঅলির পরিপূর্ণ উত্তরসূরী হিসেবে রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃ জিঃ আঃ) কেবলা কাবা মদিনা সনদের আলোকে ইসলামের মূল নির্যাস হিসেবে উনার কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে মানবিক, অন্যদিকে আধ্যাত্মিকভাবে অসহায় মানুষকে সহায় দিচ্ছেন।”
উক্ত মাহফিলে প্রায় ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ এক বছরের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের স্মারক উপহার হিসেবে শোকর-এ মওলা মনজিলের নিজস্ব প্রকাশনা ‘শোকর’ ও পঞ্জিকা প্রদান করা হয়।
মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
পরবর্তীতে বিশিষ্ট মাইজভাণ্ডারী কাওয়াল মুহাম্মদ হান্নান হোসাইনী সাহেবের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি