মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় দিনব্যাপী লেখক-কবি-শিল্পীদের সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়দিয়া সাহিত্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিন ব্যাপী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিথিদের ফুলেল শুভেচছা ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির বিভিন্ন সদস্যরা। এ সময় চারণ কবি বিজয় সরকার, জরিসম্রাট মসলেম উদ্দিন, স্বভাব কবি বিপিন সরকার, লোককবি প্রফুল্ল গুসাই ও স্থানীয় চারণ কবি মাওলান খান ও মোজাহার মুন্সির স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাঁদের ওপর আলোচনা পরবর্তী গান পরিবেশন করেন হীরোক গোস্বামী, শাহীন আল-আমিন, পুলক ঘোষ, প্রিয়া পাল, মনোতোষ ভট্টাচার্য্য প্রমুখ শিল্পীরা।
অনুষ্ঠানে প্রশংসা করে ডা. মায়া রানি বিশ্বাস বলেন, এটি নি: সন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা এগুলো হারাতে বসেছি। যে সব কবি-সাহিত্যিককে আমরা ছোটবেলায় জানতাম, কিন্তু বর্তমান প্রজন্ম এনাদেরকে চেনে না। বর্তমান প্রজন্মকে তাঁদের (কবি-সাহিত্যিক) সম্পর্কে জানাতে বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।
সম্মেলে সভাপতিত্ব করেন বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের শিল্প-সাহিত্য, নিজেদের এলাকার শিল্প-সাহিত্য ও বাঙালির যে সংস্কৃতি সেটা মানুষের মধ্যে তুলে ধরা। আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি। আগামীতে আমরা মুক্তিযুদ্ধের ওপর ব্যাপক পরিসরে কাজ করব।
প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনারা সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের উর্বর ভূমির মানুষ, সেটির প্রমাণ আমি আজকে এখানে দেখে গেলাম। আমার মনে আলাদা করে নাড়া দিয়েছে যে, এরকম একটি প্রান্তিক পর্যায়ের মানুষ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এমন ভাবে ভাবতে পারে এবং চর্চা করে বলে তাঁর অভিব্যক্তি ব্যাক্ত করেন।
Leave a Reply