স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ আয়োজিত ৫ম আন্তর্জাতিক জ্যোতিষ, তন্ত্র, বাস্তু মহাসম্মেলন গত ৫ জানুয়ারি কলকাতার মোহিত মৈত্রী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের চেয়ারম্যান ব্রহ্মনন্দ শাস্ত্রীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্যভট্ট জ্যোতিষ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজ জ্যোতিষী অনিমেষ শাস্ত্রী।
অনুষ্ঠানে বিশিষ্ট জ্যোতিষবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজ্ঞান আচার্য্য, বিনয় মহারাজ, স্বাতী ঘোষাল, দেবাশীষ গোস্বামী, জয়ন্ত গোস্বামী, গোপাল শাস্ত্রী, পরিতোষ ব্যানার্জী, আনন্দ রমা সান্যাল প্রমুখ।
অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের বিশিষ্ট পণ্ডিত লিটন আচার্য্যকে গোল্ড মেডেল ও পিএইচডি অব ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশিষ্ট জ্যোতিষবিদরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও পণ্ডিত লিটন আচার্য্য ডাবল গোল্ড মেডেল অর্জন করেছিলেন।
Leave a Reply