সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরল থানা পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় বিরল থানা পুলিশ মাদক বিরোধী আভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৮ নং ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে আব্দুস সালাম (৩০) কে আটক করে। এ সময় তার নিকট হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটক আব্দুস সালাম (৩০) ও আরো ২ জন পলাতক মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে বিরল থানায় ১৯/১৯ নং মামলা দায়ের হয়েছে।
তিনি আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক র্নিমূল করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও মাদক নির্মূলে বিরল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
Leave a Reply