-মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ এশিয়া সিনথেটিক্স লি: নামের একটি কোম্পানির জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের একটি কারখানার বিরুদ্ধে।
জানা যায়, বিগত আওয়ামী শাসনামলে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বকভাবে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমাছ বাহিনীর সহযোগিতায় নিউ এশিয়া সিনথেটিক্স লি: নামের একটি কোম্পানির উপজেলার ব্রাহ্মণগাও মৌজা শীতলক্ষা নদীর তীরে ৪০ শতাংশ জমি ও সরকারি হালটভুক্ত রাস্তা দখল করে পাকা জেটি নির্মাণ করেন। এতে করে এলাকাবাসীর চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় কোম্পানিটি ইচ্ছামতো নদীর পাড়ের জমি, ফোরশোর ভূমি এবং সংলগ্ন ভূমির আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে দখল করে নিয়েছে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের একটি কোম্পানি।
নিউ এশিয়া সিনথেটিক্স লি: কোম্পানির ঘাট ম্যানেজার আমানুল্লাহ বলেন, উপজেলার ব্রাহ্মণগাও মৌজায় শীতলক্ষা নদীর পূর্ব তীরের আর, এস দাগ ৩৬১০, ৩৬১১, ৩৬১২,৩৬১৩, ৩৬১৪, ৩৬১৫, ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ এবং ৩৬১৯ এ দাগের মোট ১৫০ বিঘা জমি ক্রয় করে আমাদের কোম্পানি। ১৫০ বিঘা জমির মাঝ থেকে প্রায় ৪০ শতাংশ জমি ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানি গত ২০২২ সালে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসের সন্ত্রাসী ধারা জোরপূর্বক দখলে নেয়। পরে আমাদের কোম্পানি নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা করেন। এরপরও ওই কোম্পানিটি জোরপূর্বক সকল প্রকার সিরামিক, খাদ্য, পাথর, বালু, কয়লা এবং অন্যান্য ভারী মেশিনারী আমদানি করে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে চরগন্ধবপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বন্দর দিয়ে ফ্যাক্টরী, গোডাউন, প্রজেক্ট সাইটে মালামাল আনা নেওয়া চালিয়ে যান। এ ঘটনায় মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: কোম্পানির ম্যানেজার মেহেদী বলেন, এ জমিটি আমাদের ক্রয়কৃত না। আমারা কারো জমি দখল করিনি আমাদের কোম্পানি বিআইডব্লিউটিএ এর কাছ থেকে ভাড়া নিয়ে স্থাপনা নির্মাণ করে ঘাটটি পরিচালনা করে আসছে।
নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, নিউ এশিয়া সিনথেটিক্স লি: ও ট্রাইকম ফ্রেইট এন্ড লজিস্টিকস লি: নামের দুইটি কোম্পানি আমাদের থেকে লাইসেন্স নিয়েছে। সীমানা নিয়ে দুটি প্রতিষ্ঠানের মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Leave a Reply