1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর ফারিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিপাইত নগর মসজিদ-এ-গাউসুল আজম মাইজভান্ডারী প্রাঙ্গনে ইফতার মাহফিল সম্পন্ন দিনাজপুর ফারিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোঃ মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩মার্চ২০২৫)বিকালে শহরের লালুপাড়া নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফারিয়া দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডা:এস.কে সাদেক আলী সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জনাব ডা:মো:ফজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেনাটা লিমিডেটের ডেপুটি সেলস্ ম্যানেজার জনাব মো: আমিনুর রহমান ও দিনাজপুর জেলা ফারিয়ার লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড:শুভ বিশ্বাস। ইফতার ও দোয়া মাহফিলে ফারিয়া দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো:রেজওয়ানূল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো:ফেরদৌস রহমান,কোষাধক্ষ ও প্রধান সমন্বয় কারী মো:তুষার মন্ডল, প্রচার সম্পাদক মো:রমজান আলী সহ ফারিয়ার অন্যান্য কর্মী, ১৩উপজেলা হতে আগত ফারিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ -শান্তি -সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  বিএনপির ইফতার মাহফিল  মদন ফতেপুর ইউনিয়ন বিএনপির মিলাদ ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালকিনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরের শার্শা উপজেলা ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক হযরত মীর মাহিউদ্দিন হারুণ শাহ (ক.) মাজার শরিফ এন্তেজামিয়া কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ গাজীপুরের কাশিমপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বড় বোনের বাড়িতে ছোট বোনের ধর্ষণের চেষ্টা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

আরিফুল ইসলাম মুরাদ,  নেএকোনা জেলা  প্রতিনিধিঃ

   ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

 তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।

ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে – সব ঠিক হয়ে যাবে মা🥲😭 আমরা কি সত্যিই মানুষ!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

দিনাজপুর ফারিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোঃ মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩মার্চ২০২৫)বিকালে শহরের লালুপাড়া নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফারিয়া দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডা:এস.কে সাদেক আলী সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জনাব ডা:মো:ফজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেনাটা লিমিডেটের ডেপুটি সেলস্ ম্যানেজার জনাব মো: আমিনুর রহমান ও দিনাজপুর জেলা ফারিয়ার লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড:শুভ বিশ্বাস। ইফতার ও দোয়া মাহফিলে ফারিয়া দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো:রেজওয়ানূল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো:ফেরদৌস রহমান,কোষাধক্ষ ও প্রধান সমন্বয় কারী মো:তুষার মন্ডল, প্রচার সম্পাদক মো:রমজান আলী সহ ফারিয়ার অন্যান্য কর্মী, ১৩উপজেলা হতে আগত ফারিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ -শান্তি -সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দিনাজপুর ফারিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোঃ মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩মার্চ২০২৫)বিকালে শহরের লালুপাড়া নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফারিয়া দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ডা:এস.কে সাদেক আলী সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জনাব ডা:মো:ফজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেনাটা লিমিডেটের ডেপুটি সেলস্ ম্যানেজার জনাব মো: আমিনুর রহমান ও দিনাজপুর জেলা ফারিয়ার লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড:শুভ বিশ্বাস। ইফতার ও দোয়া মাহফিলে ফারিয়া দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো:রেজওয়ানূল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো:ফেরদৌস রহমান,কোষাধক্ষ ও প্রধান সমন্বয় কারী মো:তুষার মন্ডল, প্রচার সম্পাদক মো:রমজান আলী সহ ফারিয়ার অন্যান্য কর্মী, ১৩উপজেলা হতে আগত ফারিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ -শান্তি -সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি